কলকাতার রাজাচন্দ্র ও ঢাকার কামাল মো. কিবরিয়া লিপু পরিচালিত এ ছবিতে তার নায়িকা লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। মহরতের পর প্রতিবেদকের সঙ্গে একান্তে কিছু কথা বলেন সোহম।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ঢাকায় নামার পরই এ দেশের মানুষের ভালবাসায় আমি এতটাই মুগ্ধ যে, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে ‘রকেট’ ছবিতে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এ দেশের মানুষের ভালবাসার প্রতিদান দিতে হবে।
তাদের মনে আরও বেশি জায়গা করে নিতে হবে। সোহম বলেন, বাংলাদেশের সিনেমা আমার খুব একটা দেখা হয়নি। তবে এখন থেকে দেখবো। এ দেশের দর্শক কি চায় সেটা আমার অবশ্যই জানতে হবে।
বাংলাদেশের কোন কোন শিল্পীর সঙ্গে জানাশোনা আছে, এমন প্রশ্নের জবাবে সোহম বলেন, এ দেশের নায়করাজ রাজ্জাকের সঙ্গে জানাশোনা আছে। সবচেয়ে বেশি জানাশোনা আছে ফেরদৌসের সঙ্গে। মিম, অমিত হাসানসহ যাদের সঙ্গে কাজ করবো সবার সঙ্গেই জানাশোনা হয়ে যাবে।
বাংলাদেশ সম্পর্কে সোহম বলেন, এ দেশে যারা এসেছেন, কাজ করেছেন, তাদের সবার কাছেই এখানকার মানুষের আন্তরিকতার কথা শুনেছি। এবার চোখে দেখলাম। বাংলাদেশের মানুষ যে কতটা আন্তরিক তা বলে বোঝাতে পারবো না।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য রাজচন্দ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিচালিত ‘রকেট’ ছবির মহরতে অংশগ্রহণ করার জন্য গতকাল দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
এ ছবিতে তার নায়িকা লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘রকেট’ ছবিটির মহরত হয়। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। ঈদের পর থেকে এ ছবির শুটিং শুরু হবে।
shohan |
মহরত অনুষ্ঠানে সোহমকে শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও হুমায়ণ আহম্মেদ এর স্ত্রী মেহের আফরোজ শাওন।