Wednesday, May 20, 2015

টাইটেল কি?


টাইটেল (Title): একটা জিনিস সর্বদা মাথাই রাখবেন আপনার সাইট এর সবচেয়ে গুরুত্তপূর্ণ কাজ হচ্ছে টাইটেল ঠিক করা এমন ধরনের টাইটেল নেওয়া উচিত যেই টাইটেল আপনার সাইট এর প্রধান কি- ওয়ার্ড হিসেবে দাঁড়াবে ধরেন আপনার সাইট টা একটা Entertainment  বিষয়ের উপর আপনি  সাইট এর কি- ওয়ার্ড কি নিবেন ? হ্যাঁ এখন আপনাকে সিলেক্ট করতে হবে এমন একটা কি- ওয়ার্ড যেই শব্দ অর্থাৎ যেই কি- ওয়ার্ড দ্বারা আপনার সাইট পুরা ব্যাখ্যা করে আপনি যদি সাইট এর টাইটেল হিসেবে Entertainment World নেন, তাহলে দেখেন সমস্ত Entertainment বিষয়ক আলোচনা তার ভিতর চলে যাচ্ছে যাতে করে আপনি আপনার সাইট এখন Bollywood, Hollywood,Tollywood ইত্যাদির উপর লিখতে পারবেন আর যদি লিখতেন Bollywood World তাহলে শুধু মাত্র ওই বলিউড সম্পর্কে লিখতে পারতেন এতে করে আপনার মানটা একটু কমে যেত তাহলে বুঝতে পারছেন টাইটেল টা কেমন হওয়া উচিত আর যথা সম্ভব চেষ্টা করবেন টাইটেল কে ছোট রাখার আর ছোট কি- ওয়ার্ড দ্বারা যেন আপনার সাইট এর সম্পর্কে বিস্তারিত বলার ক্ষমতা রাখে টাইটেল টা কোথায় থাকে নিচে দেখান হল
HTML অর্থাৎ পূর্বে বা সাইট এর ভিতর যেভাবে থাকেঃ

a.png

b.jpg

No comments:

Post a Comment