Friday, June 5, 2015
জেনে নিন, ফেসবুকের অতি প্রয়োজনীয় কিছু শর্টকার্ট- কী
বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। আজকাল ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন এমন প্রায় সবারই ফেসবুক একাউন্ট আছে। কেউ কেউ তাদের ফিচার ফোনেও এসএমএস বা ইউএসএসডি (ফ্ল্যাশ মেসেজ)-এর মাধ্যমে ফেসবুকের টেক্সট অনলি ভার্সন ব্যবহার করে থাকেন। আর ব্যাসিক ইন্টারনেটযুক্ত ফোনে অনেকেই ফ্রি’তে ‘জিরো ফেসবুক’ উপভোগ করেন। এছাড়া মোবাইল ব্রাউজার, অ্যাপস ও মূল ওয়েব ভার্সন তো রয়েছেই।
আজকে আমরা ফেসবুক ডেস্কটপ ভার্সনের কিছু শর্টকার্ট জানব। আপনার ওয়েব ব্রাউজার যদি ফায়ারফক্স হয়, তাহলে নিচের কি-গুলোর সাথে শিফট’কিও (ঝযরভঃ) প্রেস করতে হবে। যেমন, ফায়ারফক্সে সরাসরি ফেসবুক হোমপেজে যেতে চাইলে : ঝযরভঃ + অষঃ + ১ প্রেস করুন। গুগল ক্রোম হলে শুধু নিচের কিগুলো প্রেস করলেই চলবে।
ফেসবুকের শর্টকার্ট- কী
Alt+ 1: হোম পেইজ।
Alt+ ২: : আপনার প্রোফাইল (ওয়াল)।
Alt+ ৩: কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো সেই তালিকা দেখাবে।
Alt+ ৪: : কে আপনাকে মেসেজ পাঠালো তা দেখাবে।
Alt+ ৫ : কী কী নোটিফিকেশন আসলো তা দেখাবে।
Alt+ ৬: অ্যাকাউন্ট সেটিংস।
Alt+ ৭ : অ্যাকাউন্ট প্রাইভেসি।
Alt+ ৮: ফেসবুকের ফ্যান পেইজ।
Alt+ ৯: ফেসবুকের রাইট অ্যান্ড রেসপনসিবিলিটি।
Alt+ ০: : ফেসবুক হেল্প সেন্টা।
Alt+ m: নতুন মেসেজ লেখার বক্স আনবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment