Wednesday, August 3, 2016

ব্রেট লির ঘনিষ্ঠতার দৃশ্যে কাঁচি, মিডিয়ায় তোলপাড়



সাবেক অজি গতি তারকা ব্রেট লি অভিনীত ছবি 'আনইন্ডিয়ান'। ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান পরিচালক অনুপম শর্মা পরিচালিত এই ছবিতে ব্রেট লির সঙ্গে নায়িকা তন্নিষ্ঠা শর্মার একটা 'স্পর্শকাতর' দৃশ্য আছে৷ যেহেতু ছবিটির প্রযোজক অস্ট্রেলিয়ান, আর পুরো ছবিটাই অস্ট্রেলিয়ায় তোলা, সেহেতু কোন সমস্যাই হয়নি এমন দৃশ্য নিয়ে ভাবার৷ কিন্তু ছবিটি ভারতে মুক্তি দেওয়ার জন্য ওই দৃশ্যটি কেটে ফেলেন অনুপম শর্মা। আর এটা নিয়ে মিডিয়া সেন্সর বোর্ডকে তুলোধোনা করছে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) দায়িত্ব রয়েছেন পহলাজ নিহালনি৷ আগে থেকেই তার সম্পর্কে অবগত হওয়ার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। হালে সিবিএফসি সম্পর্কে এমন একটা ধারণাও তৈরি হয়েছে যে, ছবিতে কেউ সামান্য ঘনিষ্ঠ হলেই সেই দৃশ্যে কাঁচি পড়বেই। সে সব খবর সম্পর্কে বোধহয় যথেষ্ঠ ওয়াকিবহাল ছিলেন অনুপম৷ সুতরাং সেন্সর বোর্ড নাকি ওই তন্নিষ্ঠা-ব্রেট লির ঘনিষ্ঠ দৃশ্য দেখেই তা পুরোপুরিই বাদ দিতে বলতে পারেন, এমন একটা অনুামান আগেই করেছিলেন তিনি৷

সুতরাং গত মাসের শেষে যখন সত্যি-সত্যি সে দৃশ্য বাদ গেল, তখন আবারও সেন্সরের খনিক তুলোধোনা হল ভারতীয় মিডিয়ায়৷ এ বিষয়ে সে সময় ব্রেট লিকে প্রশ্ন করলে, তিনি পরিষ্কার বলে দেন, তিনি ওই রাস্তায় পা-ই দেবেন না৷ ওদিকে পহলাজ কিন্তু সমানেই দাবি করে গিয়েছেন, তারা সেই দৃশ্যে সামান্যই কাটতে বলেছিলেন৷ শেষে সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং পরিচালক অনুপম৷

গত মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমকে জানান, নিহালনির দাবি সঠিক৷ ভারতীয় সংস্কার মেনে, তিনিই সে দৃশ্য পুরোটাই বাদ দেবার ইচ্ছে প্রকাশ করেন৷ বাস্তবে তা করে ফেলার সিদ্ধান্তটা তার৷








No comments:

Post a Comment